নান্টু বড়ুয়ার ‘মুক্তিসেনার অভিযান’

★গ্রন্থ পর্যালোচনা★

লিখেছেন : কিউ এম জি দস্তগীর 

♦ প্রকৃতি,সমাজ,দেশ ও জাতি এবং শিশুতোষ নিয়ে যার সুনিপুণ হাতের ছোঁয়ায় কলম চলে অবিরাম আজ তারই একটি গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থ “মুক্তিসেনার অভিযান” এর কথা বলছি।

ছোটদের মনে মুক্তিযুদ্ধের কথা অতি সহজেই বুঝে যাওয়ার মত প্রাণবন্ত করে ফুটিয়ে তুলেছেন গল্পকার।

এ গ্রন্থে মোট ৩ টি গল্প রয়েছে ১ম টি মুক্তিসেনার অবদান ও ২ এবং ৩ নং টা রম্য গল্প যা প্রতিটি শিশুর হৃদয় ছুঁয়ে যাবে। হাসতে হাসতেও জানবে অনেক অজানা তথ্য!

গ্রন্থটি প্রকাশ করেছেন প্রিয় শৈলী প্রকাশন।

প্রচ্ছদ, বাইন্ডিংও হয়েছে বেশ মন জুড়ানো ডিজাইনে।

১ম গল্পে পাকিস্তানিদের কিছু কথার চিত্রও ফুটিয়েছেন খুব সুন্দর করে।

“মুক্তি কাঁহা-য়ে বোল বেটা?”
“ইদারতো কুচ্ নেহি হে, তোমারা বাদ জুট হে?”
এছাড়াও অতি সুন্দর করে প্রাঞ্জল ও মাধুর্যপূর্ণ ভাষায় বুঝার মত করে গুছিয়েছেন বইটি।

আর ২য় ও ৩য় গল্পের কথা কি বলবো, যেন রসের ঘটি ভেঙে রস পরছে হাহা! হাহা!
এক নজর না পড়লে বুঝানো বড় দায়!
যেমন করে হাসবে তেমন করে জানবেও।

গল্পের পন্ডিত ছেলে রাজাকে যে কবিতা দিয়ে স্বর্ণ-রৌপ্য উপঢৌকন পেত তার একটু উদ্ধৃতি নিচে দিলাম :

“ঘটরং-ফটরং-আইলে চে ঘটরং
দাড়ি মে পানি মাঙতাহে
তোমারা দিলছে খবর
হাম্ জানতাহে।”

হাহাহা এমন সব হাস্য রসে যেন বাবুদের ভাসিয়ে দিবে কল্পনার রাজ্যে। এরই সাথে সাথে গল্পের দ্বারা জানবে অনেক অজানা তথ্য ও উপদেশ মূলক কথা।

বইটি পাওয়া যাবে প্রিয় শৈলী প্রকাশন ঢাকা স্টল নং ৩৫৯ ও চট্টগ্রামে ১৫-১৬ এ।

এছাড়াও কবি নান্টু বড়ুয়ার চারটি গ্রন্থ প্রকাশ পেয়েছে সেই ২০০৫ থেকে এ পর্যন্ত। তার মোট গ্রন্থ ৫টি।

পরিশেষে শ্রদ্ধেয় কবি ও গল্পকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। শুভ কামনা সব সময়।