চেতনায় শেখ মুজিব :  প্রত্যয় বিশ্বাস

চেতনায় শেখ মুজিব 

লিখেছেন :  প্রত্যয় বিশ্বাস

তুমি পরাধীনতার সকল বিদ্রোহী প্রতিচ্ছবি,
তুমিই প্রজ্বলিত অগ্নি শিখার তপমূর্তি।
তোমার স্বপ্নে গড়া আমার স্বাধীন জন্মভূমি।

তারুণ্যের মাঝে আছো তুমি,
সবকিছু নিয়ে বাংলা আমার জন্মভূমি। তুমিই বাঙালির যুগান্তরের প্রতিনিধি,
শাষণ শোষনের বিরুদ্ধে তুমিই বজ্রধ্বনি। স্বাধীনতা সংগ্রামে তুমি রাজশক্তি,
তুমিতো অন্যায়ের অভিমূখে শিখাগ্নি।

তুমি ধ্বংসলীলায় মানবতার কন্ঠস্বর,
কারাবরণ করেছো তুমি বারংবার।
সব হারানোর মাঝে তুমিই অবিনশ্বর।
অনিয়মের সকল বাধা দ্বন্দ্বে,
বঙ্গবন্ধু তুমিই ছিলে নিজ সংকল্পে।
আছো তুমি চেতনা হয়ে বাঙ্গালীর হৃদয়ে।
যুদ্ধবিদ্ধস্থ স্বাধীন দেশে,
হাল ধরেছিলে রাষ্ট্রের বিনির্মানে।

আজ মোরা নির্ভয়,
বিশ্বজয়ে আমরা দূর্জয়।
অত্যাচারের বিরুদ্ধে মোরা দূর্বার।

তোমার আদর্শে মোরা বলিয়ান,
জীবনতটে রাখিব বাংলার সন্মান।
শুধু থেকে গেলো হারানোর নিরবতা।
আছে যত অনিয়ম অন্যায়ের তাড়ণা,
তুমি প্রতিবাদের সকল অসীম প্রেরণা।
তুমি আমাদের স্বাধিকারের চেতনা।
ইতিহাসের মহাগৌরবে তুমিই পিতা।