মতলবে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

ইমরান নাজির,মতলব প্রতিনিধি:

অনৈতিকভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মতলব দক্ষিণ উপজেলার তিন ব্যবসা প্রতিষ্ঠান অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল ২০ মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দন্ড দেন।

gif maker

জানা যায়, অনৈতিকভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে উপজেলার নারায়নপুর ও নায়েরগাঁ দক্ষিণ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনজন ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, পণ্যের দাম বেশি রাখছে বলে অনেকেই অভিযোগ করেন, কিন্তু ওই সকল ক্রেতা পণ্য ক্রয়ের রশিদ রাখেন না। পণ্য ক্রয়ের রশিদ নিলে দাম বেশি রাখলে ব্যবস্থা গ্রহণে সুবিধা হয়।