স্মৃতিগুলো রয়ে যায় : রুদ্র অয়ন

স্মৃতিগুলো রয়ে যায়
রুদ্র অয়ন

সমুদ্রের ঢেউয়ের মতো
জীবনে এসেছিলে তুমি ,
কবেই নিজস্ব টানে
ফিরে গেছো আবার!

সে এখন শুধুই
নষ্টালজিক স্মৃতি।
তোমায় নিয়ে আজ আর
কোনো মন খারাপের প্রহর নেই।

অনন্ত সুন্দর চাঁদ,
তাকে কি যায় ধরা!
সাগরের ঢেউ গোনা কি সম্ভব!

একাকী পথিক আমি,
কখনও নদীর তীড়ে বসে
দু’চোখে পান করি
প্রাকৃতিক সৌন্দর্য ;
কখনও ফুলবনে
প্রজাপতির নাচন দেখি।
এসব কিছু অনুভব
করা যায় মাত্র,
যায়না ধরা ; যায়না ছোঁয়া।

দিনের পরে রাত
রাতের শেষে দিন
যেমন আসতো যেতো
আজও তেমন আসে যায়।

শাপলা শালুক পদ্ম পাতায় জল তেমনই দীঘল দীঘিতে ভাসে।

দিন যায় দিন আসে
পলাশবন অরণ্যপাখি প্রকৃতি
আজও সাজে নিজস্ব ধারায়।

জোয়ার ভাটার মতো
জীবনের সময় বয়ে যায়,
জোয়ার শেষে নদীর জেগে ওঠা
চড়ের মতো স্মৃতির
সুরভিটুকু পড়ে থাকে।

জীবন বয়ে যায়
বয়ে যায় সময়।
কেউ আসে
কেউ চলে যায়,
তবু স্মৃতিগুলো রয়ে যায়।