সাধারণ ক্ষমায় দেশে ফিরছেন কুয়েতের ৩০০ অবৈধ অভিবাসী

 

নিউজ ডেস্ক :
করোনার মধ্যেই কুয়েতে থাকা প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকশ প্রবাসী দেশে ফিরেছেনও। ফেরার অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার অভিবাসী।

এদিকে, কুয়েতে থাকা সব অবৈধ অভিবাসীদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।


সাধারণ ক্ষমায় অপেক্ষমান অভিবাসীদের মধ্যে কুয়েত এয়ারওয়েজে ১৮০ জন,ও জাজিরা এয়ারওয়েজে ১২০ জন যাত্রী নিয়ে মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে কুয়েত ত্যাগ করে এসেছিলেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ও রাত ৮ টায় ঢাকায় পৌঁছেছেন তারা।

প্রত্যেকে দেওয়া হয়েছে কোভিট-১৯ সনদ। বাংলাদেশে পৌঁছানোর পর এই প্রবাসীদের যত্নসহকারে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।