চাঁদপুরে আওয়ামীলীগ নেতা ভুট্টু হত্যা মামলায় আটক ৩

নিউজ ডেস্ক :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কুমারডুগী গ্রামের আজিজুর রহমান ভুট্টু হত্যা মামলায় ৩ জনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে মোস্তফা খান কালু, মনসুর খান এবং সুমন খান। আটক সবাই একই বাড়ির লোক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ জানান, ভুট্টু হত্যা মামলায় ৫ জনকে সরাসরি বিবাদী করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত একাধিক আসামী রয়েছে। মামলার বাদী নিহতের স্ত্রী নীলিমা আক্তার রাণী।

তিনি আরো জানান, বিবাদীদের সাথে নিহতের আর্থিক লেন-দেন রয়েছে। মূল সমস্যা সম্পত্তিগত। এপর্যন্ত তদন্তে বুঝা গেছে ১নং বিবাদী পলাতক সোহাগ খানই হত্যার পরিকল্পনাকারী।

আসামীদের আজ ভোর ৫টায় ডিবি পুলিশ কুমারডুগী এলাকা থেকে আটক করেছে বলে ওসি ডিবি জানিয়েছেন।

all

উল্লেখ্য সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইউনিয়নের কুমারডুগী নিজ বাড়ি যাওয়ার পথে উল্লেখিত বিবাদীরাসহ বেশ কয়েকজন আজিজুর রহমান ভুট্টোকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তারা নিহতের গলায় এবং শরীরের বিভিন্নস্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়ার পথে সে মারা যায় ।

আজিজুর রহমান ভুট্টু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী। তিনি এলাকায় বহুবিধ ব্যবসার সাথে জড়িত ছিলেন।