মৃত্যুর শহরে কেবলি লাশ আর লাশ

মৃত্যুর শহরে কেবলি লাশ আর লাশ

মিজানুর রহমান রানা

 

এ শহরে একের পর এক লাশ;
লাশের সারি ডিঙ্গিয়ে, কাঁধে বয়ে
ভেসে যায় সব আমাদের অভিলাস।

হায়, আর কত লাশ দেখবো!
মৃত্যুর উপত্যকায় হানা দেয় বার বার
মৃত্যুরূপী হায়েনা, নাম তার করোনা।

তুমি এক সাক্ষাৎ ধ্বংস ও প্রলয়লীলা
জানি, তুমি থামবে না
তোমার জন্যে আমার সব আত্মার আত্মীয়রা
একে একে নিচ্ছে বিদায়।

আমিও তৈরি,
জানি তুমি আসবে সঙ্গোপনে
আমার হৃদয়ে
তুমি আঘাত হানবে শেষ আঘাত
আমার দেহে

ক্ষয়ে যাবে সব সাধ
আশা হবে ধুলিস্মাৎ
তবুও আমরা খুঁজি
ধ্বংসের মাঝে একটু সাধ-আহ্লাদ।

মিজানুর রহমান রানা
রচনাকাল : ০১ জুন, ২০২০ খ্রি.