“নিভৃত রাত” : সোহান চৌধুরী 

“নিভৃত রাত”
সোহান চৌধুরী
করুণ চাহনি দিয়েছি দূর আকাশে।
ভালোবাসি চাঁদ আর তারার সাথে গল্প করতে,
হয়তো তাই।
তবে আজ রাতটা থম থম স্তব্ধ নিঝুম,,,
চারপাশে তাকালাম কোথাও আলো নেই আছে ঘোর অন্ধকার ।
যত টুকু জানি রাতে চাঁদ তারাকে অনেকটানিকটে পাওয়া যায়।আর রাতের আকাশ সত্য খুব সুন্দর হয়,
খুব ইচ্ছে করে বিলীন হতে দূর আকাশে।
প্রায় রাতে গলা ছেড়ে গান গাই –
বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার
আঙুল ছুতে চাই…..
শুধু গান নয় কবিতা আবৃত্তি করতেও বেশ লাগে বিশেষ করে জীবনানন্দ দাশ।
তখন মনে হয় রাত শুধু আমার জন্য এসেছে আমাকে একটু আনন্দ দিতে।
এই কালো সমাজ থেকে পাইনি কিছুই কালো সমাজ তো নিজেই রক্তশোভিত, এই সমাজ থেকে স্নিগ্ধ সময় আশা করা ভুল।
যাই হোক এখন কিছুটা খারাপ লাগা কাজ করছে কিছু সময় পর নিভৃত রাতটা শেষ হবে।
আসলে আমি রাতকে বরাভয় বোধ করি কারণ রাত আসলে কালো আকাশ তারার সাথে চাঁদ কে পাই-
আর তাদের কাছেই তো অব্যক্ত সকল কথা প্রকাশ করতে পারি।
সত্যি রাতটা চলে যাচ্ছে এখন খুব চেচিয়ে বলতে ইচ্ছে করছে রাত তুমি শেষ হয়ো না।
কিন্তু সে তো হবার নয় তাই মনে কষ্ট নিয়ে শুরু হলো সুপ্রভাত থেকে সু- শব্দের ইতি।