ভালো লাগার সেই মেয়েটি

মিজানুর রহমান (মমিন) এম.এ
 
ভালো লাগার সেই মেয়েটি
যে থাকে মোর হৃদয়ে,
কত যে ভালোবাসি তাকে, তা
এখনো বলা হয়নি গিয়ে।
চোখে চোখ রাখলেই কেবল
হয়না মনের মিল,
আঁখিতে কেবল ভাসিবে শুধু
তারি পাদুকার হীল।
ভালো লাগার সেই মেয়েটি
যাকে দেখলেই লাগে ভালো,
তাকে ছাড়া সবি অন্ধকার
সেই জীবনের আলো।
যাকে দেখে হার মেনে যায়
সন্ধার শুক তাঁরা,
যাঁর সুভাসে রজনী গন্ধাও
গন্ধ হারায়।
ভালো লাগার সেই মেয়েটি
যাঁর নূপুরের কিংকুর ধ্বনি,
চারিদিকে স্বপ্ন ছড়ায়;
যাঁর বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি
মন মাতাল করায়।
ভালো লাগার সেই মেয়েটি
যাঁর দু’চোখে রূপ নগরী,
টানা টানা ও-ই চোখের চাহ্
নিতে,নেয়; মন প্রাণ কাঁড়ি