ক্রোধ : ভালোবাসার মৃত্যু

লিখেছেন : ক্ষুদীরাম দাস

 

ক্রোধ!
ক্রোধ আমার অপছন্দের!
ঘৃণার, আর অভিমান সে তো বহুল কষ্টের পাহাড়!
ভালোবাসাকে ডাস্টবিনে ফেলে দেয়;
ভালোবাসা প্রকাশ্যে নির্লজ্বের মতো পরিত্যাক্ত।

আবেগে রক্তাক্ত করা হস্ত.
চুলের বেখেয়ালী ডিজাইন,
হয়তো হাস্যকর, কিন্তু তা’ ভালোবাসার।
ক্রোধ স্বপ্নের সুতোকে ছিঁড়ে টুকরো টুকরো করে
ছুরি! সে তো আরো ভয়াবহ!

ভালোবাসার নৌকো তীরে নোঙর করা
মাঝ দরিয়ায় ডুবে যায় কেনো?
লুকায়িত ছিদ্র, ক্রোধের প্রতিফলন!
অনুভূতি মরে যায়, প্রেমের মৃত্যু ঘটে
ভালোবাসাহীন হৃদয় সলিল সমাধির প্রতীক্ষায়!