স্বপ্নের রাত

স্বপ্নের কুজ্বটিকা নীল পাহাড়ের গারে
মেঘের ওপারে মেঘ
সাদা-কালো, লাল-নীল।

একপাশে দাড়িয়ে একা; মস্ত তালগাছ
নিঃশব্দ, একা, কেউ নেই।
সাপের-ছুচোর গন্ধ বাতাসে; এক সময় থেমে যাবে সব
স্থির।

প্রেমের গভীরতা জানাতে হবে আরও
কল্পনার বিলাস হবে
পার হয়ে যাব স্বপ্নের রাত
তোমার কালো চুল পেকে সাদা হবে
তারপর কি হবে জানা আছে কী?

লেখক পরিচিতি :

মিজানুর রহমান রানা

প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট সম্পাদক

হাজীগঞ্জ,চাঁদপুর