এ-ই আমার শৈশব

 

 

মিজানুর রহমান রানা :
এ-ই আমার শৈশব
এখানে আমার বাবা-দাদা
এই পথে দিয়ে হেঁটে গেছেন
এখানে আমার বাবার ঘাম ছিলো পড়ে
মাটির কিনারে, ক্ষেতের পাশে, পুকুরের ধারে
ওই পুকুরের পাড়ের জমিতে আমার বাবা হাঁটতেন
এখানে, এই রাস্তা দিয়ে কত হেঁটেছি আনমনে
এই পথ ধরে আমার বাবার কবর
শান্তির ঘুম গাছগাছালির ছায়ে
এখানেই আমার শেষ যাত্রা হোক সুদূরপ্রসারী
এইখানেই যেনো কোনো এক ক্ষণে আমি মরি …