রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে আরো ২ শ্রমিকের মৃত্যু

মো. সোহেল কিরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লোহা গলানোর একটি কারখানায় ভাট্টি বিস্ফোরণে গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হওয়া শাকিল ও সিদ্দিক নামে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে এ ঘটনায় মোট ৪ শ্রমিকের মৃত্যু হলো। দগ্ধ ২ শ্রমিক এখনো চিকিৎসাধীন রয়েছেন।


শুক্রবার ভোর রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলে ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার হাসপাতালের নিয়ে যান।

নিহতরা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে শাকিল ও কুড়িগ্রামের নাগেশ্বরি এলাকার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক। এর আগে মিজানুর রহমান ও ফাহিম শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই শ্রমিকের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শাকিল ও আবু সিদ্দিক নামে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। পুলিশের তদন্ত চলছে ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৪ অক্টোবর ২০২০ খ্রি. ০৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার