শিশুদের সামনে যা করা যাবে না

কথিকা :

ক্ষুদীরাম দাস :
অনেক সময় বড়রা বেশি সময় মনে করে শিশুরা বুঝবে না বা খেয়াল করবে না। অতএব, তাদের সামনে অসংলগ্ন অথবা তাদের ক্ষতির অনুকূলে যখন কোনো কথা অসাবধানে বলা হয়, তখন কিন্তু তারা সে কথাটি মনের গভীরে যতœ করে রাখে।

আর তারা ঠিকই তাদের সুবিধামতো সময় তারা সেই আচরণটি করে। পিতামাতাই তাদের এই চরিত্র গঠন করতে দিয়েছেন। সুতরাং তাদের সামনে যে কোনো আচরণ বা কথাবার্তা বলা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে।

শিশুদের সামনে সব কথা বলা যাবে বা এমন কোনো আচরণ করা যাবে না যেটা পরবর্তীতে তাদের দ্বারা অসৌজন্যমূলক আচরণ প্রকাশ পায়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৯ অক্টোবর ২০২০ খ্রি. ১৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার