শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

মাদারীপুরের শিবচরে ২০২০-২১ অর্থ বছরের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রবি-খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ‘পুনর্বাসন ও প্রণোদনা’ কর্মসূচির আওতায় ২৩ হাজার ৫৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ধরনের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, এ বছর বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শিবচর উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ২৩ হাজার ৫৫ জন কৃষককের মাঝে মসুর, খেসারি, গম, ভুট্রা, পেয়াজ, টমেটো, মরিচ, সূর্যমুখী, চিনা বাদাম, বোরো ধান ও সরিষাসহ ইত্যাদি ধরণের প্রণোদনা প্রদানসহ সার প্রদান করা হচ্ছে।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়ের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৪:২১ পিএম

১৭ নভেম্বর ২০২০ খ্রি. ০২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার