শিবচরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীতে মধ্য দিয়ে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে ৪৯ তম মহান বিজয় দিবস।

একত্রিশ বার তোপধ্বন্নির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথেই দিবসটির শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামীলীগসহ সরকারি-বেসরকারী বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা সামাজিক দূরত্ব বজায় রেখে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে।

গুয়াতলা এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভতে জাতীয় পতাকা উত্তোলন করে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদের করব স্থানে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে মধ্য রাতে উপজেলা বিএনপি‘র নেতা কর্মিরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভতে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন. ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান (আতারহার) মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাকদ ডাঃ মোঃ সেলিম, পৌর আ.লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারণ সম্পাদক সংঙ্কর চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান খান সহ উপজেলা আ.লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৭:৩২ পিএম

১৬ নভেম্বর ২০২০ খ্রি. ০১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার