মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি : রাত পোহালেই ২১ জুন সকালে মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে রবিবার দুপুর থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে।

এ নির্বাচনে ১২ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র কাদিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে।

এছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন , মেম্বার প্রার্থী ৪ শত ১০ জন , সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ১৫ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। সারাদেশে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে জেলার শিবচর উপজেলায় ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, ভোট কক্ষ ৪৮৭টি।