ফরিদগঞ্জে বানর দম্পতির বিচরণ

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা;
চাঁদপুরের ফরিদগঞ্জে সম্প্রতি হঠাৎ দেখতে পাওয়া যায় বানর দম্পতির বিচরণ । বিশেষ করে ভোর বেলাতেই দেখা মেলে, কখন গাছে কখনও দালানের ছাদে, জানালার গ্রিলে বসা অবস্থায় দেখা মিলছে। সকল বয়সের মানুষ উৎসুক হয়ে দেখতে থাকে।

প্রবীন ব্যাক্তিদের সাথে কথা বলে জানাগেছে, এ জনপদের ইতিহাসে বিগত শতাধিক বছরে কখনও প্রাকৃতিক পরিবেশে বানর দেখতে পাওয়া যায়নি। কোথ্থেকে কি ভাবে বানর আসলো প্রশ্ন তোলছে অনেকে। শুধু তাই নহে , এসেছেও এক জোড়া বানর। আধুনিক এ সভ্যতার যুগে যেখানে অনেক প্রাণী বিলুপ্তির পথে , সেখানে এ জনপদের চিত্র ভিন্ন।

অনেকে বলছে , বানরগুলো সম্ভবত চাঁদপুর জেলা সদরের পুরান বাজার থেকে কলার ট্রাকে করে চলে এসেছে। তবে আসার পর স্বাছন্দতা বোধ করেই সবত্র বিচরণ করছে। মানুষজন রুটি, কলা দিলে স্বাভাবিক ভাবেই খেয়ে নিচ্ছে। এ পযর্ন্ত কোন ধরনের ক্ষতি সাধণ করেনি বলে লোকজন জানায়। অবশ্য বানরগুলোকেও কেউ বিরক্ত করেনি বলে লোকজন জানিয়েছে।

এ বানর দম্পতিকে শান্তিপূণ পরিবেশে বসবাসের সুযোগ দান অব্যাহত রাখলে বংশ বিস্তারের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় নব দিগন্তের উন্মোচন ঘটতে পারে। এমটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?