বিকলাঙ্গ ইতিহাসের কলঙ্কিত অধ্যায়

জিএম মুছা

একদিন চন্দ্র- সূর্য -পৃথিবী গ্রহ মন্ডলী কিছুই ছিল না! এমনকি আমরাও না, ইতিহাসে কোন ভূখণ্ডের অস্তিত্ব কোন রাজন্যবর্গের, হারুন- কারুণ ,এজিদের বংশধর,রোম সম্রাট অগাস্টিন , জুলিয়েট সিজার-!

মুসেলিনী, হিটলার ,নেতাজি সুভাষ কে স্মরণ করে ইতিহাস, ইঙ্গ-ফরাসি ব্রিটিশ ইস্ট- ইন্ডিয়া কোম্পানি বর্গী -মারাঠা নীলকরদের, ইন্টারনেট ওয়েবসাইট অহর্নিশ খুঁজে ফেরে মোল্লা ওমর , লাদেনকে লাগামহীন মিথ্যা অজুহাতে সাজায়, সপ্তম নৌ-বহর, তাম্বু ফেলে আগ্রাসনের আফগান, লেবানন -ফিলিস্তিনে আমেরিকা,

বিচার হয় সাদ্দামের ,পবিত্র ইরাকের মাটিকে করে অপবিত্র, অসীম ক্ষমতার দাপটী পশুশক্তির গোয়ার্তুমির গন্ধ ভেসে আসে বাতাসে, ইতিহাস কি একদিন কালের সাক্ষী হবে না, বিশ্ববিবেক কি শৃগাল কুকুরের পচা বাসি খাবার, মুখ থুবড়ে পড়ে আছে বিকলাঙ্গ ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের উপজীব্য হতে??

রচনাকাল: ০৬/০৯/২০০৬ ইং।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?