

তথ্য প্রযুক্তি ডেস্ক :
জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিজস্ব এআই চিপ তৈরি করতে যাচ্ছে। তবে কোনো বাণিজ্যিক কারণে নয়, বরং নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোতে ব্যবহারের উদ্দেশ্যেই ওপেনএআই প্রথমবারের মতো নিজস্ব (ইন-হাউজ) চিপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
এই উদ্দেশ্যে ইতোমধ্যেই অংশীদার হিসেবে তাঁরা পাশে পেয়েছে ব্রডকম ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি)। আমেরিকান সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান ব্রডকম এই কৃত্রিম বুদ্ধিমত্তা চিপটির নকশা তৈরি (ডিজাইন) করবে। তাঁদের করা নকশা অনুযায়ী চিপ তৈরির দায়িত্বে থাকবে বিশ্বের সবচেয়ে বড় চুক্তিবিদ্ধিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বুধবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রডকমের মাধ্যমে টিএসএমসি’তে নিজস্ব চিপ তৈরির সক্ষমতা তৈরি করেছে ওপেনএআই। তাঁদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা কাস্টম-মেড এআই চিপ ২০২৬ সালে তৈরি হয়ে আসার কথা। তবে চিপটির উৎপাদনের সময়সীমায় পরিবর্তন হতে পারে।
বর্তমানে ওপেনএআই সবচেয়ে বেশি এআই চিপ বা জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ক্রয় করে থাকে জনপ্রিয় এআই চিপ নির্মাতা এনভিডিয়ার কাছ থেকে। এআই চিপের বাজারে ৮০ শতাংশ শেয়ার এখন এনভিডিয়ার দখলে এবং তাঁদের সবচেয়ে বড় গ্রাহকদের একটি হলো ওপেনএআই।
এআই চিপের বৈশ্বিক বাজারে চাহিদা অনুযায়ী সরবাহ ঠিক রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। ওপেনএআই-এর নিজেদের এআই চিপের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সম্প্রতি ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ উত্তোলনের পর তাঁদের আভ্যন্তরীণ গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি পেতে যাচ্ছে এটা নিশ্চিত করেই বলা যায়। তাই চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্যতা বজার রাখার সুবিধার্থে ওপেনএআই এবার থেকে বহুমুখী উৎস থেকে এআই চিপের সংস্থান করতে যাচ্ছে।
এই লক্ষ্যকে সামনে রেখেই এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি থেকেও চিপ কিনছে স্যাম অল্টম্যানের ওপেনআই। বর্তমানে তাঁরা এএমডি’র ‘এমআই৩০০এক্স’ চিপটি ব্যবহার করছে। তবে এর মানে এই নয় যে, এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করা বন্ধ করে দিয়েছে ওপেনএআই। এমনটি করার কোনো পরিকল্পনাও তাঁদের নেই। মূলত কোনো একটি নির্দিষ্ট উৎসের উপর অতি-নির্ভরশীল না হওয়া এবং নিজেদের চাহিদা অনুযায়ী এআই চিপের সরবরাহ ঠিক রাখাই তাঁদের একমাত্র লক্ষ্য।
এর আগে ওপেনএআই চিপ তৈরির ফ্যাক্টরির একটি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করেছিল। ৭ ট্রিলিয়ন ডলার বাজেটের সেই ফাউন্ড্রি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা থেকে অবশ্য এখন তাঁরা সরে এসেছে। মূলত বিশাল অঙ্কের বাজেট এবং আনুষঙ্গিক বিভিন্ন জটিলতার কথা বিবেচনা করেই এই প্রজেক্টে আপাতত বিরাম চিহ্ন টেনেছে এআই গবেষণার গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি। বরং চিপ ইন্ডাস্ট্রির অংশীদারদের সহায়তায় নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই চিপ ডিজাইন ও তৈরি করে নেওয়াতেই ওপেনএআই মনোনিবেশ করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ওপেনএআই এর মোট আয়ের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে এআই চিপ সমৃদ্ধ শক্তিশালী সার্ভার ও অন্যান্য হার্ডওয়্যার তৈরিতে তাঁদের খরচও হয় প্রচুর। পাশাপাশি বিদ্যুৎ ও ক্লাউড সার্ভিসের খরচ যোগ করলে খরচের অঙ্কটা আকাশেই উঠে যায়। তাই আগের বছরের তুলনায় চলতি বছর আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেলেও এ বছর ৫ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে ওপেনএআই।
এই প্রেক্ষাপটে যোগান ব্যবস্থাপনায় বহুমুখীকরণের মাধ্যমে খরচ কমাতে চাচ্ছে ওপেনএআই। পাশাপাশি সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে চ্যাটজিপিটি’র মতো বিভিন্ন এআই সেবাসমূহকে আরও ত্বরান্বিত করাও তাঁদের অন্যতম উদ্দেশ্য।
তথ্যসূত্র: রয়টার্স, অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগ
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?
