

এনামুল হক :
ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের হেলপাড় নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত হেলপাড়ের নাম মুঞ্জুরুল হাসান (৪০)। এ ঘটনায় বাসের ১৯ যাত্রী আহত হয়েছে। পুলিশেরে ধারণা বাসের চালক ঘুমিয়ে পড়ার কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল হাসান শেরপুর জেলার শ্রীবরদীর উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের ওপরে উঠে ডিভাইডার ভেঙ্গে সড়কে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান।
এতে আহত হয়েছেন ১৯ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে।
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
