নিষিদ্ধ ঘোষিত ৮৩২২ কেজি পলিথিন শপিং ব্যাগ মৈত্রী শিল্প সংস্থার নিকট সরবরাহ

 

 

প্রেস বিজ্ঞপ্তি

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ সোমবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের স্টোরে সংরক্ষিত ৮৩২২ (আট হাজার তিনশত বাইশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের অনুপযোগী করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প সংস্থা নামক সরকারি প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ, পরিদর্শক জনাব উত্তম কুমার ও নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন। ব্যবহার অনুপযোগী পলিথিন শপিং ব্যাগ বুঝে নেন মৈত্রী শিল্প সংস্থার কারখানা সুপারভাইজার জনাব মোঃ রিয়াজ উদ্দিন।

উল্লেখ্য, জেলা প্রশাসন, চাঁদপুর, কোষ্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে এ সমস্ত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপপরিচালক এএইচএম, রাসেদ।