‘শরীর ও মন সুস্থ রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধূলাকেও গুরুত্ব দিতে হবে’

 

হাইমচর প্রতিনিধি :
সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী চাঁদপুর জেলার হাইমচরের আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী সভায় বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দলের সফল খেলোয়াড় মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা প্রদান করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।

আদর্শ শিশু নিকেতন সংলগ্ম পানি উন্নয়ন বোর্ড এর মাঠে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, শুধু একঘেয়েমিপূর্ণ শিক্ষা অর্জন করলে হবে না। শরীর ও মন সুস্থ রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধূলাকেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। আজকে শিক্ষার্থীদের দেখানো শরীর চর্চা প্রদর্শন খুবই মনমুগ্ধকর ছিল।

আমি জেনেছি আদর্শ শিশু নিকেতন স্কুলটি ভাল ফলাফলের সাথে খেলা ধুলায়ও বেশ সুনাম কুড়িয়েছে। আগামী দিনে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, মো. মাজহারুল ইসলাম শফিক, বিদ্যালয়ের অধ্যক্ষ এমএ লতিফ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. রহমান রিয়াদ।

এসময় উপস্থিত ছিলেন, হাইমচর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান, হাইমচর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপুসহ শিশু নিকেতন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলামের ভাগিনা বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়কে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।

http://picasion.com/