তবুও কি দূরেই রবে : রুদ্র অয়ন

রুদ্র অয়ন :

এবার বসন্তে
হোকনা দেখা
কৃষ্ণচূড়ার বনে
মাতাল সমীরণে।

গোলাপের পাপড়ি দিয়ে
পাতবো তোমার আসন
রজনীগন্ধায় সাজাবো
তোমার আগমনী পথ।

আকাশের নীল দিয়ে
সমুদ্রের থেকে উদারতা
তুলে এনে ছোঁয়াবো তোমায়।

তবু কি তুমি আসবেনা?

সেই যে গেলে
আর এলেনা ফিরে!
তুমি হীনে হৃদয় আমার
বসন্ত স্পর্শ করে না আর।

দিন মাস বছর
কত দিবস রজনী
রয়েছি তোমার প্রতীক্ষায়।

আবার ফুটবে ফুল
কৃষ্ণচূড়া গোলাপ গাঁদা ;
আবার আসবে বসন্ত।

মেঘলা আকাশ হবে
রৌদ্রোজ্জ্বল নীল
জোছনায় বসবে তারার মেলা।

পথে পথে সাজবে প্রকৃতি
করছি তোমায় বাসন্তী
প্রেমময় আহবান,
তবুও তুমি কি দুরে রবে
নায়াগ্রার জলপ্রপাত হয়ে!