আমার মন টানে না : ক্ষুদীরাম দাস

ক্ষুদীরাম দাস :

আমার মন টানে না
পিরিতি শেষ হইলো আশ্বিন মাসে
আমারে জ্বালাইয়া, ব্যাথা দিয়া
সে তো নির্মম, নিষ্ঠুর,
আমারে দেখাইয়া হাসে।

আমার মন টানে না
ঘৃণাহ জাগে মনে বার বার
সে যদি আসে ফিরে, আসুক
তাহারে না আর দেখিবো
আমি হবো না তাহার।

আমার মন টানে না
মনে বড় কষ্ট
সে যদি মরে যায়, যাবে মরে
আমার ভাবনা আমায় নিয়ে
আমার ভালোবাসা শ্রেষ্ঠ।

আমার মন টানে না
তাহার ভাবনা আর জাগে না
হৃদয় আমার খান খান করিয়া
কোনো এক কালে চলে যায় সে
সত্যিই সে তো আমার ছিলই না।