আমি নির্লজ্জ : ক্ষুদীরাম দাস

আমি নির্লজ্জ
লজ্জা হারিয়েছি, মনুষ্যত্ব আমার নাই
তাই রিলিফ গ্রাস করি
এই করোনা কালেও.
দরিদ্রকে বলি, তোমায় এতো ভালোবাসি
আড়ালে আমার দুষ্টু হাসি
বিবেক আমার অবশ
তাই তো বোধহীন আমি
আমি ছবি তুলি ছড়াই সুনাম
জানাই কতো ভালো আমি,
আমি যে নির্লজ্জ
মানবতা ও আর মনুষ্যত্বের স্খলন
বেঁচে আমি আমি পাপ পূর্ণ দেহে,
মাঝে মাঝে আমি ভুল করে কাঁদি
মানুষ যে আমি
নির্লজ্জ আমাকে ঢেকে দিলো
তাই বিবেক চোখ অন্ধ!
বিচারের নামে প্রহসন
ভুল দৃষ্টিতে স্বার্থ চেষ্টা প্রতিনিয়ত
আমি নির্লজ্জ!
আমি নির্লজ্জ!!