গভীর ভাবনা : ক্ষুদীরাম দাস

ক্ষুদীরাম দাস :

আমি নীরব আছি কষ্টে কষ্টে ক্ষতবিক্ষত
করছে আমায় বারে বারে আঘাত
ধ্বনিত হচ্ছে দুঃখের তরঙ্গ
প্রতিদিন প্রতিক্ষণ প্রতিরাত ।

প্রভু কারে জানাই আমার কষ্ট
কে বুঝিবে আমায় নেই কোনো ভাষা
আমি শুধু ছুটে বেড়াই কেউ নেই পাশে
দূর হয় না দুঃখ বাড়ে দুরাশা।

আমি ছুটে বেড়াই চারিদিক ছুটে বেড়াই
নেই সীমা ছুটতে ছুটতে
তোমার দ্বারে দাঁড়িয়ে প্রতীক্ষায়
প্রভু তোমাকে খুঁজে পেতে

কেউ থাকিবে না সঙ্গী ছিলো যারা
যারা ছিলো আপন বেশে
সুখ দাও প্রভু তুমি
আমার দুয়ারে এসে।

আমি তোমারই গান গাই গভীর মনে
তুমি নিত্য আমার গভীর ভাবনা
তুমি থাক সদাপ্রভু
এই আমার কামনা

আমি গাহি তোমারই গান
আমি তোমাতে করি বসবাস
সুন্দর পৃথিবীর সুন্দর সবকিছু
এই সৃষ্টিতে তোমার প্রকাশ।