চাঁদপুর জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের আজ উদ্বোধন

 

কবির হোসেন মিজি :
আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের আজ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। জুম অ্যাপের মাধ্যমে ঢাকা থেকে অনলাইনে এর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

আর চাঁদপুরে শিক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর বড়ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপু। চাঁদপুর থেকে এ ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন জেলা প্রশসক, পুলিশ সুপার, আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক, সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, আরএমও, বিএমএ’র নেতৃবৃন্দসহ গণ্যমান্য সুধীজন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির গর্বিত পিতা ভাষাবীর এমএ ওয়াদুদের নামে প্রতিষ্ঠিত মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে এই অক্সিজেন প্লান্টটি হয়েছে।

স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড এই অক্সিজেন প্লান্টের কাজ সম্পন্ন করে। এ অক্সিজেন প্লান্টটি বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ২৫টি বেড আর করোনা রোগীদের জন্যে সংরক্ষিত ২টি কেবিনের ৫টি বেডে সংযোগ দেয়া হবে। এর দ্বারা অক্সিজেন সংকটাপন্ন রোগীদের প্রয়োজন অনুসারে অক্সিজেন সাপ্লাই দেয়া হবে।