করোনাকাল : ক্ষুদীরাম দাস

ক্ষুদীরাম দাস :

করোনা কালে
থেমে রয় সবার নিঃশ্বাস,
বাঁচবো একদিন
এই আমার বিশ্বাস।

করোনা কালে
চারিদিকে হাহাকার
আতঙ্ক জেগে উঠে
এখন-তখন-বারবার।

করোনা কালে
হতাশায় জীবনযাপন
কী নির্মম! কী নির্মম!!
দূরে দাঁড়িয়ে-আপনার যে আপন।

করোনা কালে
মায়ের উক্তি,‘বাঁচাও বাবা, আমায় বাঁচাও’
ভালোবাসা আছে-থাকবে-থাকুক
তুমি এখন যাও সরে যাও।

করোনা কালে
মানুষের ছুটে চলা মন
সত্যিই বিশ্বাসে দৃঢ় মনোবল
স্রষ্টাকে স্মরণ কর অণুক্ষণ।

করোনা কাল
একদিন দূরে সরে যাবে
স্রষ্টাতে ভরসা রাখ হে
দুঃখ পিছে রবে।