করোনা : মিজানুর রহমান মমিন

বিশ্বকে নিয়েছি হাতের মুঠোয়,
খেলিতে ভিষণ খেলা।
আজ আমার হুঙ্কার আর গর্জনে,
অনেকের যাচ্ছে জীবন বেলা।
ঝড় উঠেছে আকাশে বাতাসে;
বন্ধ ফ্লাইড কার,
শীপ শূণ্য বারী পথে,আজ
স্তব্দ পারাপার।
রাজ পথ আজ শূণ্য কেন?
শূণ্য খেলার মাঠ।
লোকালয় কেন লক ডাউনে?
শূণ্য বাজার ঘাট।
কর্মস্থল কেন জন শূণ্য?
শূণ্য স্কুলের বারান্দা,
সকলের ধর্মঘরে ভীর;কেন?
শূণ্য চাঁদাবাজ,ধান্দা।
আজ প্রশাসন কেন রাস্তায় নেমেছে,
কেন মাস্ক সকলের মুখে?
চারদিকে কেন শুধু আর্তনাদ?
নিঃশ্চুপ এধরার শোকে।
হাতে পায়ে আজ, কেন বেড়ী?
হুশিয়ার!ভূলে যেয়োনা,
হার মেনেছে আজ বিশ্বব্যপী,
সাবধান!”আমি করোনা।”