গঙ্গায় ছুঁড়ে ফেলা হচ্ছে করোনা রোগীর লাশ!

নিউজ ডেস্ক :

ভারত জুড়েই বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা। এবার মৃতদের তথ্য গোপনের তাগিদে ভারতে করোনা আক্রান্ত রোগীদের লাশ গঙ্গা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ক্রমবর্ধমান লকডাউনে কোভিড রোগীদের লাশ নিয়ে চূড়ান্ত অমানবিকতার অভিযোগ উঠেছে। করোনায় মৃতদের তথ্য গোপন করতে একাধিক দেহ গঙ্গায় ফেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে দেখা গেছে, পাটনার গঙ্গায় নৌকা করে এনে ফেলে দেয়া হচ্ছে একাধিক লাশ। যদিও ওই লাশগুলো করোনা আক্রান্তদেরই কিনা, তা নিয়ে কোনো প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।

ছবিতে দেখা গেছে, নীল প্লাস্টিকে মোড়া লাশ গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে। বিহারের বিরোধীদের দাবি, ওই লাশ করোনা আক্রান্তেরই। রাজ্যের করোনা পরিস্থিতি গোপন করতেই এমন করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

গঙ্গায় লাশ ফেলে দেয়ার ছবিগুলো তুলেছিলেন ‘হিন্দুস্থান টাইমস’-এর ফটোসাংবাদিক পারওয়াজ খান। তিনি জানিয়েছেন, ‘আমি ৭ জুলাই কালীঘাটে গিয়েছিলাম গঙ্গার পানিস্তরের ছবি তুলতে।

দুপুর নাগাদ আমি স্পষ্টতই দেখতে পাই, তিনজন মানুষ গঙ্গায় লাশ ছুড়ে ফেলছেন। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারব না, ওই দেহ করোনা আক্রান্তেরই।’

তবে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গের পর এবার বিহারেও করোনায় আক্রান্ত মৃতদের লাশ লাশ নিয়ে নানা প্রশ্ন উঠলো।