শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান

 

শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে সরকারের প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান প্রকল্পের আওতায় ১২০ জন বিভিন্ন পেশাজীবীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৫ ই জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজেন পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক পর্যায়ের (বাঁশ-বেত দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুতকারক), জুতা প্রস্তুত ও মেরামত এবং কামার পেশায় নিয়োজিত ট্রেনিং প্রাপ্ত ১২০ জনের প্রত্যেকের মাঝে ১৮ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার প্রমুখ।

উল্লেখ্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জনের জীবন মান উন্নয়নে ব্যবসায় প্রসার ঘটানোর লক্ষ্যে উক্ত প্রকল্পের আওতায় তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।