শার্শায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার (তিনচাকার গাড়ি) সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণমুখি একটি মাহিন্দ্রা নীলকান্ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?