পাগলের কথাই ঠিক : ক্ষুদীরাম দাস

নীরব রাতে ঘুম ভাঙ্গে যার দুঃশ্চিন্তায়
সে তো দিশেহারা
নিঝুম রাতের সৌন্দর্যও তার বেখেয়ালে
অথবা বকুল ফুলের গন্ধেও তার মন ভরে না।
অথচ চোখের কোণে ঘুম,
সুখের পৃথিবীটা তার নিস্তব্ধ!
বিদ্রæপে ভালোবাসাও তুচ্ছ লাগে,
বাঁশির সুরের মুর্ছনা বাতাসে উড়ে,
হৃদয় স্পর্শ হয় না।

মনটা তখন অপেক্ষার প্রহর গুণে
মনের গতিহীন যন্ত্রণায় কাতর
হৃদয়টি তখন ক্ষতবিক্ষত
নির্ঘুম রাতে গড়িয়ে পড়া জলে যেন,
বালিশ ভিজে সমুদ্রের নোনা জলে।

সেদিন ডাস্টবিনের পাশে বসেছিলো পাগলটা;
হঠাৎই চেঁচিয়ে বলেছিলো, ‘যার দুঃখ সেই জানে।’
‘পাগলের প্রলাপ-পাগলের প্রলাপ’-
এটা মনে করেই মানুষের পাশ কাটিয়ে চলে যাওয়া।
অথচ, হৃদয়ে যার ক্ষত উন্মুখ,
জ¦লন্ত দহনের ছাই যেন পরিত্যক্ত।

সত্যিই, এসব নিয়ে ভাবে না অন্যেরা,
অন্যেরা পরামর্শের বুলি ছুঁড়ে মাত্র;
সত্যিই সত্যিই পাগলের কথাই ঠিক।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?