মনপুরায় প্রতিবাদ সমবাবেশ, দোয়া ও স্মারকলিপি প্রদান

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি  :
কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়া পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলার মনপুরায় প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার হ্যালিপ্যাড মাঠে তোহিদী জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন হাজীরহাট হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. আবদুল মন্নান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম শিঞা ও অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ কাছে স্মারকলিপি প্রদান করে তৌহিদী জনতার পক্ষের ইমাম সমিতির নেতারা।

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননায় দোষীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর করলে মৃত্যুদন্ড আইন পাশ করার অনুরোধ করেন।

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

প্রতিবাদ সমাবেশে হাজীরহাট মার্কাস জামে মসজিদের খতিব মুফতি মাও. ইউসুফের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বার, ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজুল ইসলাম, মাও. আবদুল মতিন ফয়েজী, মাও. শিহাব উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা