মনপুরায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

রাকিবুল হাসান, মনপুরা সংবাদাতা :

ভোলার মনপুরা নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে মাছ শিকারে নেমে বেশ কয়েক দিন ইলিশ শূন্য থাকায় হতাশা হয়ে পরেন জেলেরা।মৎস্য অফিস বলেছেন বর্ষা বাড়ার সাথে সাথে জেলের জালে ইলিশ ধরা দিবে।সাম্প্রতিক বঙ্গসাগরে সৃষ্ট ঘৃর্ণিঝড় অশনির প্রভাব শেষ হলে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছেন মনপুরার জেলেরা। হতাশাি কাটিয়ে কর্মে ফিরে আশানুরূপ মাছ পেয়ে খুশি তারা।

বৃহস্পতিবার (১২ মে) সকালে মনপুরা উপজেলায় মৎস্য ঘাট গুলোতে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দামও ছিল হাতের নাগালে।

এর আগে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে (মার্চ-এপ্রিল)  দুই মাস ভোলা ইলিশা থেকে মনপুরা চরপিয়াল পর্যন্ত ৯০ কিঃমিঃ অভয়াশ্রমে ঘোষণা করেন বাংলাদেশ সরকার। ওই নিষেধাজ্ঞা শেষে ১লা মে মধ্যরাত থেকে জেলেরা নদীতে আবারও মাছ ধরা শুরু করেছেন।কিন্তু নিষেধাজ্ঞা শেষে কাঙ্খিত ইলিশ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন জেলেপল্লী।

তবে মনপুরায় টানা দুই দিনের বৃষ্টির ফলে নদীতে জেলের জালে ইলিশের দেখা মিলছে।এতে জেলেপল্লীতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতেও।

মনপুরার একাধিক জেলে বলেন, নদী উত্তাল ও আবহাওয়া অধিদফতরের সিগন্যাল থাকায় নদীতে আমরা বেশি দূর যেতে পারিনি। তবুও আজ সকাল পর্যন্ত আমাদের জালে প্রচুর রুপালি ইলিশ ধরা পড়েছে। এবার মাছের আকার তুলনামূলক ছোট। এরপরও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় আমরা খুশি।

জনতা বাজার মাছ ঘাট আড়তদার নুর ইসলাম ঢালী বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে মেঘনায় জেলেরা মাছ শিকারে নেমে হতাশ হয়ে পরেন কাখিঙ্ত ইলিশ না পেয়ে।ঘূর্ণিঝড় অশনি শেষে আজ দুই দিন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরছে। জেলে পরিবার গুলোতেও  উৎসবের আমেজ বিরাজ করছে। ঘাটে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বছরের প্রথম থেকে এবার ইলিশের দেখা মিলায় মাছ ঘাট গুলো আবার আগের সেই চিরচেনা রুপে ফিরছে ।

এদিকে জনতা বাজার মাছ ঘাটে ১কেজি ওজনের মাছের হালি বিক্রি হ’য়ে ৮ হাজার টাকা,৮শত থেকে ৯ শত গ্রামের হালি বিক্রি হয়েছে ৩হাজার টাকা, ৫০০ গ্রামের বিক্রি হয়েছে ১৫শত টাকা,৪০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ৭ টাকা।এই সব মাছ স্থানীয় ব্যাপারী ক্রয় করে ঢাকায় বিভিন্ন মৎস্য আড়রদে বিক্রি করেন।

মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘ইলিশ মাছ বড় হতে দেয়ার লক্ষ্যেই এ নিষেধাজ্ঞা ছিল।জলবায়ু পরির্বতনের ফলে ঋতুগুলোর আলাদা বৈচিত্র‌্য পরিলক্ষিত হয়েছে। এর প্রভাবে মৌসুমের বৃষ্টি আগপিছ হচ্ছিলো ।বৃষ্টি হওয়ার সাথে সাথে মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পরছে ।তবে ভারী বৃষ্টিপাত ও পানি বাড়তে শুরু করলে ইলিশ বুদ্ধি পাবে ।