একদিন পঙ্কিলতা ছিঁড়ে 

যুবক অনার্য 
হৃদয়ের  বাঁকে এক  সৌগন্ধ নিয়ে বিস্তৃত হয়েছি
সুপ্ত প্রতিভায় নগ্ন সৃষ্টির মতো মানুষ এখানে
কতোদিন কতোভাবে প্রকাশ-মুদ্রিত আছে,তবে
এভাবে অস্পষ্ট ভাবে রাত নামে ব্যাপক আঁধারে
রাত্রি শেষে বোঝা গেলো মানুষের চোখের তারায়
ক্লান্তি ছিলো স্বপ্ন ছিলো- এসব অপাপবিদ্ধ কথা
প্রতিবার সত্য হয়ে স্বপ্নীল ব্যথা নিয়ে আসে
মাটিবর্তী সুখ হৃদয়ের পঙ্কিলতা ছিঁড়ে
উর্বর- প্রজ্জ্বলিত – ভেসে যায় যন্ত্রণার কাছে
কে জানে একদিন সৃষ্টি-সঙ্গম হয়তো থেমে যাবে!