কুয়াকাটায় বর্ণিল আয়োজনে সাগরসৈকত খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি :

“জেগেছে আজ সব বিশ্ব শিশু, মুক্তির মোহনায় মিলেছি, হাতে রেখে হাত তুলেছি…”এই শ্লোগানে জাতীয় শিশু কিশোর সংগঠন সাগরসৈকত খেলাঘর আসর, কুয়াকাটার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) বর্ণিল আয়োজনে সকালে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফানুস উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন মোজাম্মেল এমা। সাগরসৈকত খেলাঘর আসরের আহবায়ক নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।

প্রধান বক্তা ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, অতিথি ছিলেন পটুয়াখালী জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক পঙ্কজ কর্মকার ও খেলাঘর সংগঠক আতিকুজ্জামান দিপু। এ সময় খেলাঘর আসরের কর্মী এবং ভাই বোনেরা উপস্থিত ছিলেন। এসময় খেলাঘরের ভাই বোনেরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রাখাইন নৃত্য পরিবেশন করে।

বক্তারা শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ বদলে খেলাঘরের ভূমিকা রাখবার আশাবাদ ব্যক্ত করেন। প্রভাষক মোঃ শাহাবুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন মোজাম্মেল এমা সাগর সৈকত খেলাঘর আসর কুয়াকাটায় নাসির উদ্দিন বিপ্লবকে সভাপতি ও প্রভাষক শাহাবুদ্দিন হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্যের নতুন কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান।