মনপুরায় হরিণের মাংসসহ পাচারকারী জেল হাজতে 

মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলা ১৫ কেজি হরিণের মাংসসহ কালু সর্দার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ মে) আনুমানিক রাত ৯ টার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে হাজিরহাট চরযতিন এলাকা থেকে তাকে আটক করে মনপুরা থানা পুলিশ।মনপুরা থানা উপপরিদর্শক ইয়াকুব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এ অভিযানে কালু সর্দার কে আটকের সময় তার কাছে থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক কালু সর্দার এর বাড়ী উপজেলা ১নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের হেজু সর্দার-এর ছেলে। মঙ্গলবার (৩০ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মনপুরা থানা এসআই ইয়াকুব এর নেতৃত্বে একটি টিম উপজেলা ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় ওঁত পেতে থেকে রাত আনুমানিক ৯টার সময় কালু সর্দার নামে এই পাচার কারীকে ১৫কেজি হরিণের মাংস সহ আটক করেন থানা নিয়ে আসা হয়।তার সাথে আরো ৫ জন জড়িত রয়েছে বলে জানা যায় ।

এ ব্যাপারে মনপুরা থানা ওসি সাঈদ আহম্মেদ বলেন, পাচারের জন্য হরিণের মাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালু সর্দার কে আটক করা হয়।

এ ঘটনায় মনপুরা থানায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।