ভালোবাসার গাঙচিল : রুদ্র অয়ন

ভালোবাসার গাঙচিল
রুদ্র অয়ন

গোধূলি বেলায়
দেখছিলেম
সূর্যের চলে যাওয়া ;
সহসা তুমি এলে-
সোনালী ডানার গাঙচিল হয়ে!
দিনের শেষে
হারিয়ে যাওয়া আলোয়
ডানা মেলে তুমি কাছে এলে
আমিও সবকিছু ভুলে
তোমার নরম পালকের আশ্রয়ে
নিজেকে দিলেম সঁপে!

প্রেমের চোরাবালিতে
মায়া ছন্দের ঝড় তুললে হৃদয়ে!
আমার ভেতর বাইরের
ভিত দিলে নাড়িয়ে!
শিহরিত প্রেমের ঝড়ে
আমি তলিয়ে গেলেম
চোরাবালির গভীরে!

ঘোরে কেটে যায়
শত সহস্র যুগ!

একদিন সহসা
ঘোর কেটে যেতেই
হৃদয়ের দ্বার খুলে দেখি
তুমি নেই!

শুধু চোখের পাতা ছুঁয়ে ছিল একটি খসে পড়া পালক!

এই অবেলায়
আমাকে একা ফেলে
কোথায় হারিয়ে গেলো
আমার ভালবাসার
সোনালী ডানার গাঙচিল!