রেকর্ডসংখ্যক আক্রান্ত, কঠোর লকডাউনে মিলতে পারে সমাধান!

মেহেদি হাসান, তিতাস প্রতিনিধি :

দেশে প্রথমবারের মতো এক দিনে আক্রান্তের সংখ্যা চার সংখ্যায় পৌঁছেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬২জনে।

মৃত্যু হয়েছে ১৯ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন ২৬৯ জনে। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭৮২২ জনে।

এই যখন দেশের অবস্থা, তখন কতটা লকডাউনের বিকল্প পথ খোলা নেই। এখানে উল্লেখ্য যে লক ডাউন কিছুটা শিথিল হওয়ার পরে পুনরায় বেড়েছে আক্রান্তের সংখ্যা।

এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য ললকডাউন হতে পারে সময়োপযোগী সিদ্ধান্ত মনে করে সচেতন মহল। তারা মনে করে যে কঠোর লকডাউন সাধারণ মানুষের জনসচেতনতা কমিয়ে আনতে পারে করোনার প্রভাব।