পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর জেলায় সিএনজি অটোরিক্সা শপিংমল বন্ধ

আনিছুর রহমান সুজন :

চাঁদপুরে করোনা মহামারি আকার ধারণ করায় চাঁদপুরে জেলা প্রশাসনের সতর্কতামূলক প্রচারাভিযান শুরু করেছে।

গত ১৬ মে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল চাঁদপুরে আসেন।

তিনি চাঁদপুরের লকডাউন পরিস্হিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন। জেলা প্রশাসন কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়ে গতকাল রবিবার সকাল থেকে জেলা তথ্য অফিসের মাধ্যমে শহরে প্রচারাভিযান শুরু করেছেন।

প্রচারে জানানো হয়ে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরে কোনোপ্রকার সিএনজি স্কুটার, অটোবাইক, ইজিবাইক এমনকি ব্যাটারীচালিত রিক্সা চলাচল করা নিষিদ্ধ থাকবে।

পাশাপাশি সকল শপিংমলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা নেয়া হবে। জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার জেলা তথ্য অফিসের মাধ্যমে শহরে প্রচার প্রচারনা করে সতর্ক করে যাচ্ছে।