শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় প্রাঙ্গনে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।


নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সভাপতিত্বে কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আল সাফিন, পানি উন্নয়ন বোর্ড জামালপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত, শেরপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাজাহান, এসও দেলোয়ার হোসেন ও মোসাঃ জিয়াসমিন, কার্য সহকারী আল আমিন, রেজাউল করিম, শর্মিলা ইফাদ শারমিন, রেজাউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে শেরপুর জেলায় ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বেড়িবাধ ও নদীর পাড়ে ওইসব বৃক্ষরোপণ করা হবে।