দোহারে বসতবাড়িতে অগ্নিসংযোগ : দেশীয় অস্ত্র দিয়ে ঘর কোপানোর অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক :

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রাম এলাকায় অগ্নিসংযোগ এবং হামলার অভিযোগ উঠেছে । গতকাল রবিবার রাত ১ টায়, উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামের মৃত নুরু চকিদারের ছেলে শেখ তোফাজ্জল বাড়িতে এক দল সন্ত্রাসী বতসবাড়িতে অগ্নিসংযোগ ও দেশি অস্ত্র দিয়ে বসত ঘর কোঁপানোর অভিযোগ উঠেছে।

শেখ তোফাজ্জল জানায়, প্রতিবেশি মৃত শেখ সামাদের স্ত্রী আমাদের পৈতিক সম্পাতিতে গাছ লাগানোর চেষ্ট করলে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় বাধা দেওয়ার চেষ্টা করি। সামাদের ছেলে মাহাবুর আমাদের মারতে চেষ্টা করে এবং হুমকি প্রদান করে।

এ ব্যাপারে মাহাবুর রহমানের কাছে জানতে চাইলে সে জানায়, এ ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তাদের অভিযোগ সঠিক নয়।

স্থানীয়রা জানায়, মাহাবুরের নামে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় কয়েকজন থেকে তথ্য মিললো তারা জানান এই ছেলে রাতে বাসা থেকে তেমন বেড় হয় না যে ছেলে বাসায় থেকে ভয়ে রাতে বের হয় না সে আবার এই সব অগ্নিসংযোগ ও বসত ঘরে হামলা করবে এমন কথা ভিত্তিহীন ও অবিশ্বাসীয় ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তোফাজ্জল যে ব্যপারে অভিযোগ করছে এবং যাদের নামে তারা কেহই এমন ধরনের লোক নয়। কাদের মেম্বার একজন গণ্যমান্য ব্যাক্তি। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানান প্রতিবেশিরা।

মুকসুদপুর পুলিশ ফাড়ির তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ মুহররম ১৪৪২ হিজরি, সোমবার