সালাম আজাদ জুয়েলের কবিতা: গহীনে শব্দ

মনেরো গহীনে শব্দ বাজে
মর্মর ধ্বণিতে,
বেদনাহত মনের গহীনে
স্মৃতিগুলি গুমরে গুমরে কাঁদে
ঠিকানাহীন গতিপথে।

স্মৃতিপটে ভাসে
কত শব্দের পর শব্দের লাগানো
জোড়া ফুলের ডালা
স্বপ্ন গুলো ভাঙচুর করে বেরিয়ে গেছে
নিঃশব্দ আধাঁরে ……. ।

এখনো মনের গহীনে বাজে শব্দ
আনন্দ আলোকে।
আধাঁর পেরিয়ে আসবে আলো
কেটে যাবে মেঘ
উঠবে নতুন সূর্য আলোকে।

লেখক:
আবদুস সালাম আজাদ জুয়েল
ফরিদগঞ্জ, চাঁদপুর।
সময় :- ৪.৫০ বিকেল বেলা।