সাইবার বুলিংয়ের শিকার তানিশা খান, করলেন জিডি

বিনোদন প্রতিবেদক :
এ সময়ের প্রতিভাবান গায়িকা তানিশা খান সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। এ দুর্ঘটনা মূলত তারই এক পরিচিতজন ঘটিয়েছেন বলে জানা গেছে। এক বান্ধবীর সাথে নিয়মিত কথা ও ফেসবুকে ক্ষুদেবার্তা আদান-প্রদান হতো। যেখানে মাঝে মাঝে নিজেদের নানা বিষয় আদান প্রদান করতেন।

সম্প্রতি তার বান্ধবী তানিশার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যার ফলে গায়িকা তানিশার আত্মীয় স্বজন ও নিজের আত্মসম্মানে আঘাত আসে। নিজেও দাবি করেন তার ক্যারিয়ার ও ইমেজ নষ্ট করার জন্যই এটি করা হচ্ছে। এ অযাচিত দুর্ঘটনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।

আজ (শুক্রবার) নিজের ফেসবুক একাউন্টে আত্মহত্যা করবেন বলেও পোস্ট করেন এবং এর জন্য তার বান্ধবী দায়ী বলেও তিনি পোস্টে লিখেন। তবে পরবর্তীতে তার কাছের কয়েকজন পরিচিত মানুষের সহযোগিতায় নিজেকে সামলানোর চেষ্টা করেন এবং ধীরে ধীরে স্বাভাবিক হোন। তবে ভবিষ্যতে কি হবে এ নিয়ে টেনশনে ছিলেন যার ফলে থানায় জিডি করেন তিনি, যার নাম্বার ৩৩।

এ প্রসঙ্গে গায়িকা তানিশা খান বলেন, আমি টেলিভিশন মিডিয়ার একজন নিয়মিত শিল্পী। আমার সামাজিক ইমেজ নষ্ট করার জন্য কে বা কারা যেন শুটিং থেকে ধারণকৃত ছবি এবং ভিডিও নোংরা ক্যাপশনযুক্ত করে ফেক পেজ বানিয়ে সেটা থেকে বুস্ট দিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা শুরু করেছে৷ আমি এসব দেখে খুবই ভেঙ্গে পড়েছি এবং মেনে নিতে পারছি না। আইনগত পদক্ষেপ করার চিন্তাকরছি৷ এ বিষয় সবার সহযোগিতা চাই।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?