মানুষের রঙ : যুবক অনার্য

 

আমি একটি ছবি আঁকি
আঁকবার পর দেখা গেলো এটি একটি মানুষের ছবি
ছবিতে হরেক রঙের সমাহার
যেমন চোখে এক রকম
নখে আরেক রকম
মনের মধ্যে রঙ-অন্যরকম

ছবিটি প্রদর্শিত হ’লে
একেক জন একেক রঙের পক্ষ নিয়ে হইহট্টগোল শুরু করে দিলো
ছবিটি এক সময় আর
খুঁজে পাওয়া গেলো না
রঙের বিতর্কে ছবি জড়িয়ে
সম্পুর্ন প্রদর্শনী ছিঁড়ে
ছিন্নভিন্ন করে দিলো

আহা,ছবিটার কি দোষ
তবে কি দোষ অই রঙগুলির
নাকি যিনি ছবিটা একেঁছেন বিভিন্ন রঙে- দোষ তার!

আপনারাই বলুন – রঙ ছাড়া কি
মানুষ আঁকা যায়!