পঞ্চগড়ের বোদায় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২২ উদযাপন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় “শেখার জন্য এসো সেবার জন্য যাও” প্রতিপাদ্যকে সামনে রেখে শতবর্ষে শেখ মুজিব-সুবর্ণে স্বাধীনতা শিরোনামে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব -২০২২ উদযাপন হয়েছে।

১৫ মে (সোমবার) সকালে বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের মুক্ত মঞ্চে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব -২০২২ এর উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। সঙ্গীত পরিবেশন করেন তক্ষশিলা- আসাম , আগ্রা- উত্তর প্রদেশ, কলকাতা , ভারত , পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ সাংস্কৃতিক দল।

এসময় অধ্যাপক প্রবীর চন্দ, অধ্যাপক মণিশংকর দাশ গুপ্ত, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, রহিম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।