স্বরূপকাঠিতে বিয়ের পর তিন মাস না যেতেই স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি
স্বরূপকাঠির কামারকাঠি গ্রামে হালিমা বেগম নামের ১০ম শ্রেনীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিজেদের ইচ্ছায় বিয়ে করার পর তিন মাস না যেতেই গত সোমবার সন্ধ্যায় বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

হালিমা কামারকাঠি গ্রামের আঃ ছত্তার শেখ এর কন্যা ও একই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্ট মর্ডেমের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন।

এ ঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন জানান কামারকাঠি বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী প্রতিবেশী মিজানের সাথে সম্পর্কের মাধ্যমে নিজেদের ইচ্ছায় বিয়ে করেন। উভয় পরিবার বিষয়টি মেনে নেয়ার পরে স্বামী স্ত্রী কিছুদিন ঢাকায় বসবাস করছিলেন। দুই-তিন দিন আগে হালিমা ঢাকা থেকে একা বাবার বাড়িতে আসেন।

তারপরে সোমবার সন্ধ্যায় হালিমার মা পাশের বাড়িতে গেলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয় জানতে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি তদন্ত মো.সোলায়মান বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বিস্তারিত বলা যাবে।