পঞ্চগড়ের বোদায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি অপরাধে জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, বাঁশি ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে ফাল্গুনী সুইটস ও পায়েল সুইটস কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। একই অভিযানে একটি কসমেটিকস্ এর দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা নগরকুমারী হাটে এ অভিযান চালানো হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, বাঁশি ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে ফাল্গুনী সুইটস এর মালিক জাহাঙ্গীকে তিন হাজার ও পায়েল সুইটস এর মালিক জুলফিকারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সঠিক মূল্যে পণ্য বিক্রয় না করায় মীম এন্ড অপু কসমেটিকস্ কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরেশ চন্দ্র বর্মণ বলেন, বাজার তদারকির অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।